শাহজাদপুরসিরাজগঞ্জ

শাহজাদপুরে রিলিফের চাল পাচারকালে জনতার হাতে আটক

শাহজাদপুর  প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে হতদরিদ্র জেলেদের জন্য বরাদ্দকৃত রিলিফের চাল পাচারকালে ভ্যানবোঝাই চালসহ জনতার হাতে আটক হয় ইউপি সদস্য আবুল হাশেম। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচতে চাল বোঝাই ভ্যান ও নিজের ব্যবহৃত মোটরসাইকেল রেখেই দৌঁড়ে পালিয়ে যায় ইউপি সদস্য হাশেম।

এলাকাবাসী জানায়, গতকাল রোববার ভোর থেকেই ইউনিয়ন পরিষদের গোডাউন খুলে গ্রামপুলিশ একরামুলের সহযোগীতায় ইউপি সদস্য হাশেম ভ্যানবোঝাই করে চাল পাচার করতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় চায়ের দোকানদার বাবু মন্ডল চাল বোঝাই ভ্যান আটকিয়ে জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে ওঠে হাশেম মেম্বার। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পালিয়ে আত্মরক্ষা করে হাশেম।

চা দোকানদার বাবু মন্ডল জানান, জেলে ছাড়াই ভ্যানে চাল বোঝাই করে বার বার ইউনিয়ন পরিষদের বাইরে নিয়ে যাচ্ছিল। এতে সন্দেহ হলে এগিয়ে গিয়ে জিজ্ঞাস করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে হাশেম মেম্বার। পরে লোকজন এগিয়ে আসলে চাল ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায় মেম্বার হাশেম। তিনি আরও জানান, গ্রাম পুলিশ একরামুলকে জিজ্ঞাসা করলে সে জানায় চেয়ারম্যান গোডাউনের চাবি দিয়েছে। তার অনুমতি নিয়েই চাল সরানো হচ্ছে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্লা জানান, গোডাউনের চাবি থাকে চেয়ারম্যানের কাছে। তাই চেয়ারম্যানের যোগসাজশেই জেলেদের কার্ডের চাল না দিয়ে অন্যত্র বিক্রি করছে। আমরা এর বিচার চাই।

আত্মগোপনে থাকা ইউপি সদস্য আবুল হাশেমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত। এ কথা বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু জানান, হাশেমের সাথে কথা বলে আপনাদের বিধি ব্যবস্থা করছি।

অপরদিকে, উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিষয়টি আমার জানা নাই। আমি বাইরে আছি। খোঁজ খরব নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button