উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় বোরো (ইরি) ধান মৌসুমে ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। গত বুধবার, ১৭ মে, বেলা এগারোটায় স্থানীয় সরকারি খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। সভায় সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. উজ্জল হোসেন। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম তালুকদার , ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন প্রমুখ।
এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুল ইসলাম তালুকদার জানান, উল্লাপাড়ায় এবারের মৌসুমে সরকারিভাবে ২ হাজার ৩৮৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এছাড়াও বোরো ধানের চাল ক্রয় সংগ্রহ করা হবে ৩ হাজার ১০২ মেট্রিক টন। প্রতি কেজি ধান ৩০ টাকা ও চাল প্রতি কেজি ৪৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে। এছাড়াও একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আগামী ১৮ মে চাউল সংগ্রহে মিলারদের সাথে চুক্তিনামার শেষ তারিখ। বুধবার স্থানীয় উপজেলা পর্যায়ে এর উদ্বোধন করা হলো। বোরো ধান ও চাউল ৩১ আগষ্ট অবধি সংগ্রহ করা হবে বলে জানান।