কামারখন্দসিরাজগঞ্জ

নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে চিকিৎসার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনডিপি প্রতিনিধি: গত ১৬ মে (মঙ্গলবার) সকালে নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চিকিৎসার মান উন্নয়নে পল্লী চিকিৎসক, ফার্মাসিষ্ট ও এনডিপির স্বাস্থ্য সহকারীদের সাথে এক মতবিনিময় সভা কোনাবাড়ি কলেজ রোড, কামারখন্দ, সিরাজগঞ্জে  প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এনডিপির নির্বাহী পরিচালক ও নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) ও স্বাস্থ্য সেবা কর্মসূচির ফোকাল পার্সন মোসলেম উদ্দিন আহমেদ, উপ-পরিচালক (কর্মসূচি) আবু নাঈম মো. জুবায়ের জাহান খান, অ্যারিস্টোফার্মা লিমিটেড এর এরিয়া ম্যানেজার মো. আব্দুস সালাম।

সভায় স্বাগত বক্তব্যে মোসলেম উদ্দিন আহমেদ বলেন নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এনডিপি’র একটি স্বাস্থ্য সেবা মূলক উদ্যোগ। এ প্রতিষ্ঠানটি লাভের জন্য প্রতিষ্ঠিত হয়নি। কামারখন্দসহ আশ পাশের  মানুষের স্বল্প মূল্যে আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সামাজিক দায় বদ্ধতা থেকে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানটিকে অনেক দুর এগিয়ে নেওয়ার জন্য পল্লী চিকিৎসক, ফার্মাসিষ্টসহ এলাকার মানুষের সর্বাত্তক সহযোগীতা প্রয়োজন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা সুলতানা বলেন এনডিপির সব ধরণের ভাল কাজে আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগীতা থাকবে। তিনি এ প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষের হাতের নাগালে উন্নত চিকিৎসা সেবার সুযোগ করে দেওয়ার জন্য এনডিপিকে অভিনন্দন জানান। তিনি উপস্থিত পল্লী চিকিৎসক,  স্বাস্থ্য সহকারী ও ফার্মাসিষ্টদের উদ্দেশ্যে বলেন সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের বিধান প্রতিপালন স্বাপেক্ষে প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ পূর্বক নিজের নিয়ন্ত্রিত সেবা নিশ্চিত করতে হবে। নিজেদের আওতার বাহিরে কোন  জটিল রোগের চিকিৎসা দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং সে ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের রেজিষ্টার/ বিশেষজ্ঞ ডাক্তারের সহযোগীতা নেওয়া যেতে পারে। সভাপতির বক্তেব্যে জনাব আলাউদ্দিন খান বলেন আমি এ মাটির সন্তান , এ গ্রামেই আমার জন্ম, এখানেই আমি এনডিপি প্রতিষ্ঠা করেছি যা আজ সারা বাংলাদেশে প্রতিটি বিভাগে কোন না কোন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ এলাকার মানুষের জন্য এনডিপির সিএসআর ফান্ড থেকে নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, স্বাস্থ্য সেবা, শিক্ষা, প্রতিবন্ধীতা, আলোকিত গ্রাম, প্রবীণ কল্যান কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনাদের সহযোগীতা রয়েছে, আমার বিশ্বাস এ ক্ষেত্রেও আপনাদের সহযোগীতা থাকবে। আমার স্বপ্ন আপনাদের সহযোগীতায় প্রতিষ্ঠানটিকে অনেক দুর এগিয়ে নেওয়া। আগামী বছরই প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রুপ দেওয়ার ইচ্ছা আছে।

এসময় এনডিপির এরিয়া ম্যানেজার জাকির হোসেন, শাখা ব্যবস্থাপক মো. রাশেদুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. হাসান আলী, এনডিপি স্বাস্থ্য সেবা কর্মসূচির স্বাস্থ্যসহকারীবৃন্দ, কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী চিকিৎসক ও ফার্মাসিষ্টসহ প্রায় ১০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. দীপক কুমার সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এবং যে সকল পল্লী চিকিৎসকের লাইসেন্স নেই তাদের দ্রুত লাইসেন্স করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button