সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার খোকন মেমোরিয়াল হসপিটালে আগুনে বা এসিডে পোড়া, আঘাতের কারণে ও জন্মগত বিকৃত বা বিকালঙ্গদের বিনা মূল্যে চিকিৎসা ও অপারেশন শুরু হয়েছে। গতকাল সোমবার (১৫ এপ্রিল থেকে ২৬ এপ্রিল) পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলবে।
জানা যায়, সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সিরাজগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই চিকিৎসা ও অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন হাঙ্গেরির বিখ্যাত প্লাস্টিক সার্জন Dr. Greg pataki এর নেতৃত্বে ১৪ জন বিদেশি চিকিৎসক। এদের মধ্যে রয়েছেন Dr. krisztina Farnnyai. Dr. Fahbian millat (Uk). Dr. Rufi lee (korea). Dr. Daniel maksa. Dr. Erzsebet Dzer. Dr. Zsuzsanna karsza-kiri. Dr. Nora. Dr. Peterfy. Dr. Peter vancso. Dr. Tamas varga. laszlo micskel. Erika lorincz. katalin pusztaine szenhoradszki. Dr. sarolta magyar.
অপারেশন করতে আসা জনৈক বিকালঙ্গ রোগীর অভিভাবক আব্দুল হামিদ জানান, জন্মগত বিকালঙ্গ আমার ছেলের বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবো একথা কোন দিনই আশা করিনি । তিনি এসময় বিদেশি চিকিৎক দিয়ে চিকিৎসার ব্যবস্থা করায় ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে ধন্যবাদ জানান। অপর একজন রেজি. ভুক্ত রোগীর অভিভাবক আশরাফ আলী জানান, আমার ছোট মেয়ের হাত আঘাতজানিত কারণে বিকলাঙ্গ হয়ে যায়। চিকিৎসা করার মতো আর্থিক সংগতি আমার নেই। আজ চিকিৎসার সুযোগ করে দেওয়ায় সাবেক এমপি ডা.হাবিবে মিল্লাত মুন্না সহ আয়োজকদের জানাই শ্রদ্ধা ।
খোকন মেমোরিয়াল হসপিটাল ডিরেক্টর সালাউদ্দিন, মনির আহমেদ, ডেপুটি ডিরেক্টর তানভীর উদ্দিন আহমেদ, ম্যানেজার আব্দুল হাকিম জানান, কামারখন্দের খোকন মেমোরিয়াল হসপিটাল,শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ, উইমেনস চেম্বার অব কমার্স, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়নে সিরাজগঞ্জসহ আশেপাশের জেলা থেকে আসা ১১১ জন রোগীর নাম রেজিষ্ট্রেশন ভুক্ত করা হয়। আজ প্রথম দিনে ৫ জনের অপারেশন করা হয় । এবিষয়ে সাবেক এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা প্রতিটি মানুষের দোড় গোড়ায় পৌছে দেবার আহবান জানিয়েছেন এবং তা বাস্তবায়নের জন্য আমি হাঙ্গেরি,কোরিয়া,ইউকে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে সিরাজগঞ্জে বিকালঙ্গ রোগীদের বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করেছি।