সিরাজগঞ্জ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে মুক্তস্বাধীন স্বদেশে প্রত্যাবর্তন করেন।  জাতীর পিতার স্বদেশ প্রত্যাবর্তনের ৫১তম দিবস উপলক্ষে সিরাজগঞ্জে জেলা তথ্য অফিস আয়োজন করে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

গত ১২ জানুয়ারি, বৃহস্পতিবার, সকাল ১০টায় শহিদ এম. মনসুর আলী অডিটরিয়ামের দোতলায় সিরাজগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শহরের বিভিন্ন স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪৮জন শিক্ষার্থী। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. বোরহান উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এদিনকে স্মরণে রেখে আগামী প্রজন্মের নাগরিকদের সৃষ্টিশীলতাকে উৎসাহিত করতেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কে. এম. হোসেন আলী হাসান।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৩ বছর পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু। দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে ৭০ সালে জনগন বঙ্গবন্ধুর নৌকার প্রতীকে রায় দেন বাঙালিরা। কিন্ত ষড়যন্ত্রকারী পশ্চিমারা জনগনের রায়কে প্রত্যাখান করে ৭১ এর ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে বন্দী করে। তাকে বিচারের নামে প্রহসন করে হত্যার ষড়যন্ত্রেলিপ্ত হয়।

তিনি আরও বলেন, কিন্ত বীর বাঙালি জনগন বঙ্গবন্ধুর নির্দেশে সশস্ত্র সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। অবশেষে বিশ^নেতাদের নেতাদের চাপের মুখে পাকিস্তানী শাসকগোষ্ঠি ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্ত হয়ে জাতির পিতা ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশের মাটিতে পা দেয়। প্রতিটি বাঙালিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণে রাখা উচিত। এসময় তিনি এই দিবস উপলক্ষে জেলা তথ্য অফিস শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ প্রতিযোগিতার উভয় গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক. জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিচাররকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button