এক আত্না এক প্রাণ আমরা চুরাশিয়ান’এই স্লোগানকে সামনে নিয়ে এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল।
গত শনিবার ১৫ এপ্রিল সিরাজগঞ্জ নর্থ টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আলাল, বাবু, নূরু, তপু, কামরুল, ইসমাইল, জুলফিকার, মোসলেম, রেনুকা, তোরা, শিমুল, জ্যোৎস্না, স্নিগ্ধা, কামরুল, মুকুলসহ প্রায় শাতাধিক চুরাশিয়ান বন্ধু উপস্থিত ছিলেন।
ইফতারের আগে প্রায় শাতাধিক চুরাশিয়ান বন্ধুদের উপস্থিতিতে আনন্দ উল্লাসে এক মিলন মেলার সৃষ্টি হয়।
উল্লেখ্য, ’এক আত্না এক প্রাণ আমরা চুরাশিয়ান’এই স্লোগানকে সামনে নিয়ে এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধুদের নিয়ে বাংলাদেশ চুরাশিয়ান গ্রুপসহ বিভিন্ন জেলায় চুরাশিয়ান গ্রুপ সক্রিয় রয়েছে।