কামারখন্দসিরাজগঞ্জ

কামারখন্দে দিনের বেলায় বারান্দার গ্রীল কেটে নগদ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্নালঙ্কার চুরি

কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল কামারপট্টি এলাকার বিজয় কর্মকারের বাড়ির দীর্ঘদিনের ভাড়াটিয়া শীলা প্রামানিকের বাসায় দিনে দুপুরে বারান্দার গ্রীল কেটে ও দরজা ভেঙ্গে প্রায় নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ৩২ ভড়ি স্বর্নের গহনা চুরির ঘটনা ঘটেছে।

শীলা প্রামানিক চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের সহকারী অধ্যাপক। তার বাবার বাড়ি রাজশাহী বাগমারায় ও স্বামীর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।

তার স্বামী গাজিপুরে ব্রাকে চাকরি করেন। সেই জন্য তিনি এই বাসায় দীর্ঘদিন যাবত একাই বসবাস করতেন।

এ বিষয়ে শীলা প্রামানিক জানান, আমি সকালে কলেজে যাই। দুপুরে বাসায় এসে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। আমার তখন সন্দেহ হলে ঘরের পিছন সাইটে গিয়ে দেখি বারান্দার গ্রীল কাটা। পরে ঘরে প্রবেশ করে দেখি আমার ঘরে থাকা নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা সহ ৩২ ভড়ি স্বর্ন নেই। তাৎক্ষণিক আমি আইনের আশ্রয় নেই।

বাড়ির মালিক নব কুমার কর্মকার জানান, আমার বাড়িতে এর আগে কোনদিন চুরি হয়নি। এইবার কিভাবে যে চুরি হলো বুঝতে পারছি না। এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং দ্রুত চোরকে আটক করে মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কামারখন্দ থানার এসআই আব্দুর রব জানান, প্রাথমিক তদন্তে জানতে পারলাম ঘরের পিছনের গ্রীল কেটে চোর চক্র প্রবেশ করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত করবো। এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আমাদের পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়িওয়ালার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button