জেলার উল্লাপাড়ায় চুল কাটানোর জন্য বের হয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল হালিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল হালিম ধোপাকান্দি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, চুল কাটানোর জন্য বাড়ি থেকে বের হন আব্দুল হালিম। ধোপাকান্দি ব্রিজের পূর্বপাশের রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।