সিরাজগঞ্জ

করোনা মহামারি প্রকোপ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি: চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড

করোনায় বিগত সময়ের চেয়ে বর্তমানে আক্রান্ত ও মৃত্যুহার অনেক কমেছে। আপনাদের প্রচেষ্টায় সফলতা এসেছে । তারপরেও সচেতন হয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।  শনিবার, ২২ অক্টোবর, সিরাজগঞ্জে জেলা পর্যায়ে কোভিড-১৯ প্রতির্ধো বিষয়ক কার্যক্রম সুসম্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান, সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনির একথা বলেন। অনুষ্ঠানের শেষে তিনি সিরাজগঞ্জে সদর ও জেলার বিভিন্ন উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে ৩০টি হুইল চেয়ার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।

সিরাজগঞ্জে সদর ও জেলার বিভিন্ন উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে ৩০টি হুইল চেয়ার হস্তান্তর

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা.রামপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলার ইউএনও মাশুকাতে রাব্বি, বেলকুচি উপজেলার ইউএনও মো. আনিসুর রহমান, উল্লাপাড়া উপজেলার ইউএনও মো. উজ্জ্বল হোসেন, কামারখন্দ ইউএনও মেরিনা সুলতানা, রায়গঞ্জ উপজেলার ইউএনও তৃপ্তি কণা মন্ডল, কাজিপুরের ইউএনও সুখময় সরকার, চৌহালী উপজেলার ইউএনও আফসানা ইয়াসমিন, শাহজাদপুর উপজেলার ইউএনও সাদিয়া আফরিন, জেলা শিক্ষা অফিসার মো. শফীউল্লাহ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আখরুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাসেম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, মো. মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল ভূইয়া, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু মো. রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button