উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় আন্ত:জেলা নারী চোর চক্রের ১০ সদস্যকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল অমৃত সুত্রধর এ তথ্য জানান।
এরা ১০ জন হলো- উল্লাপাড়ার ঘাটিনা গ্রামের বুলবুলি খাতুন টুটু (৪৫), জামালপুর জেলার ইসলামপুর থানার মাহমুদপুর গ্রামের রূপালী খাতুন (৪০), মাহমুদপুর নতুনপাড়ার রূপালী (২৫), নতুনপাড়ার রিক্তা খাতুন (১৪), মাহমুদপুর নতুনপাড়ার আঞ্জু খাতুন (৩৫), নতুনপাড়ার মোর্শেদা খাতুন (৩০), আনোয়ারা খাতুন(২০), পাবনার ঈশ্বরদী থানার আটমাইল আজাহারপাড়ার রাবেয়া খাতুন (২১), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর শামসের শাবনুর খাতুন (২০) ও নাছিমা খাতুন(২৭)।
অমৃত সুত্রধর জানান, আটকের সময় চোর চক্রের সদস্যদের হেফাজত থেকে চুরি করা নগদ বারো হাজার টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এদেরকে আদালতে চালান দেওয়া হচ্ছে। এদের মধ্যে বুলবুলি খাতুন টুটুর সঠিক ঠিকানা মেলাতে জোরালো চেষ্টা চালানো হচ্ছে। মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দীকুল ইসলাম ও এস আই আবুল কালাম উপস্থিত ছিলেন।