সিরাজগঞ্জের চৌহালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ মে) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.আফসানা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মজনু মিয়া, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিসহ আমন্ত্রিত ব্যক্তিগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ বালক দল ৩/১ গোলে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বালিকা গ্রুপে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় দল ৫-৩ গোলে খাষপুখুরিয়া মিটুয়ানি বিসিএস বালিকা স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলেশেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য অতিথিগণ।