সিরাজগঞ্জের চৌহালীতে আসন্ন ২০২২ সালের এস এস সি ও সমমানের পরীক্ষা যাতে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয় সেই লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিনে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশিদ, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার খালিদ মাহমুদ, কেন্দ্র সচিব আবু নজির মিয়া, শামছুর রহমান, মো. বাদশা মিয়া সহ প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ।
উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন বলেন, পরীক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা আপনাদের করতে হবে। পরীক্ষার হলে কাউকে অসদুপায় অবলম্বন করতে দেয়া হবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।