সিরাজগঞ্জের চৌহালীতে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। “ভ‚মি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ভূমি অফিস প্রাঙ্গনে ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিন। একই সময়ে সারা দেশেও শুরু হয়েছে ভুমি সপ্তাহ।
রোববার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিসের সামনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত র্ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা আরডিও অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংকের ম্যানেজার মো.সবুর খান, খাষকাউলিয়া সদর ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু ও আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার প্রমুখ।
এসময় ইউএনও আফসানা ইয়াসমিন জানান, ভূমি সেবা এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে। দেশের যে কোন স্থানে এমনকি বিদেশ থেকেও নিজের মোবাইলে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। তিনি আরও বলেন, ভূমি সেবা সপ্তাহের ৫দিন চৌহালী উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে অনলাইনে হোল্ডিং এন্ট্রি ও রেজিষ্ট্রেশন করা হচ্ছে। যাতে করে গ্রাহক পরবর্তী বছর থেকে নিজের মোবাইল থেকেই ভূমি উন্নয়ন কর দিতে পারেন।
উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আলতাফ হোসেন বলেন, ইতিমধ্যে ব্যাপক সাড়াও পাওয়া গেছে। প্রথম দিনেই হোল্ডিং রেজিষ্ট্রেশন করতে গ্রাহকদের ভীড় লক্ষ করা গেছে বলে একই সাথে অনলাইনে আবেদন করা, সেবা গ্রহীতাদের নাম জারী, খতিয়ান ও ডিসিআর প্রদান করা এবং চলতি খাজনাও নেয়া হচ্ছে।