চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া

চৌহালী প্রতিনিধি: অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি-এমন প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে আলোচনাসভা, ভুমিকম্প, অগ্নি নির্বাপক ও নদী ভাঙ্গন রোধে মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।

গত বুধবার, ১১ অক্টোবর, সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে একটি র্র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জোতপাড়া যমুনা নদীর ঘাটে গিয়ে শেষ হয়। পরে নদীর ঘাট প্রাঙ্গনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হজরত আলী মাষ্টার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ বিদ্যুৎ, নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল-আমিন ও ইসমাইল হোসেন  প্রমুখ। এসময় বক্তারা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে ভুমিকম্প, অগ্নি নির্বাপক ও নদী ভাঙ্গন  রোধে মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ভুমিকম্প, অগ্নিকান্ড ও নদী ভাঙ্গনের মতো ঘটনা ঘটলে তা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button