উন্নায়েনের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র ‘এই স্লোগানে সিরাজগঞ্জের চৌহালীর উপজেলার দুই ইউপির অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার, গত ২ মে, বিকালে উপজেলার খাষকাউলিয়া ও খাষপুকুরিয়া ইউনিয়নের রাস্তার প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায় ১৭৪ জন নারী-পুরুষ দিনমজুর নিয়ে ৪০ দিনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন-উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ উপজেলায় প্রায় ৯১০ জন শ্রমিক (ইজিপিপি) প্রকল্পে অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া জানান, ২০২২ -২০২৩ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি আওতায় দ্বিতীয় পর্যায় ৯১০ জন নারী-পুরুষ দিনমজুর নিয়ে ৪০ দিনের কাজের কাজ শুভ উদ্বোধন করা হয়।