চৌহালী প্রতিনিধি: দীর্ঘ ২১ বছর পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ অক্টোবর চৌহালী সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপজেলা জুড়ে শোভা পাচ্ছে পদপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন ও তোরণ। সভাপতি সম্পাদক পদ পেতে পদপ্রত্যাশীরা মরিয়া হয়ে তদবির লবিং চালিয়ে যাচ্ছে দলীয় হাইকমান্ডের নেতাদের কাছে।
তাছাড়া নেতাকর্মীদের সমর্থন পেতে চায়ের দোকানে ও উপজেলা চত্বরে চলছে দলে দলে আড্ডা। এবার নতুন কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে চৌহালী ডিগ্রী কলেজের জিএস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি রবিউল ইসলাম, সাবেক ছাত্র নেতা মাহমুদুল ইসলাম, মোল্লা মুকুট, সাংবাদিক রোকনুজ্জামান রুকু। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. রাজিব সরকার, চৌহালী ডিগ্রী কলেজের সাবেক এজিএস আনসার আলম।
গত ৩ অক্টোবর সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চৌহালী উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
২০০৩ সালে চৌহালী উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির অধিকাংশ নেতাকর্মী মূলদলে রাজনীতি করছেন । দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে। ফলে উপজেলা যুবলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়ে অনেক আগেই।
সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে চৌহালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার বলেন, দীর্ঘ ২১ বছর পর চৌহালী উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলন সফল করার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. সাজ্জাদ হায়দার লিটন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন। এ ছাড়াও কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতারা উপস্থিত থাকবেন।