চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের হাটঘোরজান গ্রামে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ১টি চৌচালা টিনের ঘর, আসবারপত্র ও ১ লাখ ৫০ হাজার নগদ অর্থ ভস্মিভূত হয়। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোরজান ইউনিয়নে হাটঘোরজান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা মিলে আগুন নিয়›রনে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হাট ঘোরজান গ্রামের মো. আবু সাইদ এর পুত্র মো. উজ্জল হোসেন বাড়ির বড় ঘরে বহু আসবার ও নগদ টাকা বিদ্যুৎ সর্টসার্কিটের আগুনে পুড়ে যায়। এবিষষে ক্ষতিগ্রস্থ উজ্জল হোসেন বলেন, সন্ধ্যায় বিদ্যুৎ থেকে আগুনের পুরে ক্ষতি হয়েছে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা।
স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘরে থাকা সবকিছু আগুন পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘোরজান ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী বলেন, আমি উজ্জ্বল এর বাড়ি পরিদর্শন করে এবং খোঁজ খবর নিয়ে জানতে পারি ক্ষতির পরিমান ৬ থেকে ৭ লাখ টাকা।
আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করা হবে। ইতিমধ্যে উপজেলা প্রসাশন ও এমপি মহোদয়ের সাথে কথা বলা হয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে ঢেউটিন বরাদ্ধ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, অগ্নিকান্ডের খবর শুনেছি, প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ টাকা দিয়ে সহযোগিতা করা হবে।