চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ২৫৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন।

গত সোমবার (২০ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মো. সাব্বির আহমেদ সিফাত, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. ইদ্রিস আলী, সম্ভূদিয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মূন্সি আব্দুল ওয়াহাব, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী সামিয়া জান্নাত, হাফসা ইমাম ও স¤তূদিয়া বহুমূখি স্কুলের ছাত্র আব্দুল মমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকরা তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ। এবছর উপজেলায় এসএসসি/দাখিল পরীক্ষায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭৫৩ জন অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৩৩৪ জন কৃতকার্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button