চৌহালীসিরাজগঞ্জ

শিশু তানজিদকে হত্যা,  আটক ০১

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া যমুনার চর থেকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে চৌহালী থানার পুলিশ। বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে গাজিপুর জেলায় গাছা ইউনিয়ের মালিকের ছেলে শিশু তানজিদকে হত্যা করে পুতে রাখা হয় যমুনার চরে।

শিশু তানজিদ সরকার (৯) নিখোঁজের পর  গতকাল রোববার, ১২মার্চ, সকাল ৯টা সময় চৌহালী থানার খাষকাউলিয়া চৌদ্দরশি যমুনার চর শস্যক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তানজিদ গাজীপুরের গাছা থানার লতিফ সরকারের ছেলে।

নিহতের পিতা জানায়, ‘১০মার্চ সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল তানজিদ। সারারাত, সারাদিন বিভিন্ন স্থানে তানজিদকে খুঁজলেও সন্ধান পাইনি আমরা। পরে জানতে পারি আমার বাসার ভাড়াটিয়া সোহাগ আমরা ছেলে নিয়ে ঘুরতে যায়। এরপর বার বার সোহাগকে ফোন করলে ও সে তালবাহানা করলে আমার সন্দেহ হয়, আমি গাজীপুরের গাছা থানায় নিখোঁজের মামলা করি।’  রবিবার আসামী সোহাগকে আটক করার পর সে পুলিশকে জানায় সে তানজিদকে হত্যা করে যমুনা নদীর পাড়ের বালুর মধ্যে রেখেছে । পরে পুলিশ গিয়ে ছেলের লাশ উদ্ধার করে।  তানজিদের পিতা এসময় তার শিশু সন্তানকে হত্যার উপযুক্ত বিচার দাবি করেন। তিনি জানান তার ছেলে ২৫ পারা হাফেজ। তিনি সকলের নিকট তার ছেলের জন্য দোয়া চেয়েছেন।

এদিকে গাছা থানার অফিসার্স ইনচার্জ জানান, আমাদের টিম, নাগরপুরের তেবাড়িয়া থেকে আসামী সোহাগ (২০) কে আটক করেছে। আসামী তথ্যের ভিত্তিতে চৌহালী যমুনা নদী থেকে লাশ উদ্ধার করে। সোহাগ তেবাড়িয়া গ্রামের মাখন মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌহালী থানার অফিসার্স ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন,  ‘ঘটনার স্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্ত আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button