চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার(২২ মার্চ) দুপুরে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সাইদ বিদ্যুৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওঃ মোঃ আশরাফ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ সাইফুল ইসলাম ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক ইদ্রিস আলী, ফারুক হোসেন, নাসির উদ্দিন ৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী ও এস.এস.সি পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন । এ সময় ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়মান খাতুন, বিদায়ী ছাত্রী জান্নাতুল আশরাফী মনি, এ সময় আবেক ঘনো পরিবেশের স্মৃষ্টি হয় ৷

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী ও এস.এস.সি পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামছুর রহমান জানান, এ বছর উক্ত বিদ্যালয় হতে মোট ৭৩ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ হতে ৫০ জন এবং মানবিক বিভাগ হতে ২৩জন শিক্ষার্থী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button