চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি চৌহালী উপজেলা শাখার উদ্যোগে ২১টি বিদ্যালয়ে এক যোগে তালা ঝুলিয়ে কর্মসুচি পালন করছেন শিক্ষকরা। গতকাল বুধবার ২১টি বিদ্যালয়ে এক যোগে তালা ঝুলিয়ে নিজ নিহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকদের একদফার আন্দোলনের কারণে বিদ্যালয়ে তালা ঝোলায় ক্লাস করতে না পেরে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা।
সরেজমিনে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সকাল ১১টায় সকল শ্রেণী কক্ষে তালা ঝুলছে। বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নাই। শিক্ষার্থীরা সকাল ১০টায় বিদ্যালয়ে এলেও শিক্ষকদের এক দফার আন্দোলনের জন্য শ্রেণি কক্ষে তালা ঝোলানোর কারণে ক্লাস করতে না পারায় বাধ্য হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের।
উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুর রহমান বলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও আন্দোলনের জন্য তাদের ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়া হয়েছে। ফলে তারা বাড়ি ফিরে গেছে। বাংলাদেশ শিক্ষক সমিতির চৌহালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাহহার সিদ্দিকী বলেন- আমরা জাতীয়করণের এক দফা দাবি নিয়ে আন্দোলন করছি। বাংলাদেশের ৯৭ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি। একই সিলেবাস পড়াই আমারা। আমাদের বাড়ি ভাড়া ১০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫৯০ টাকা। ২৫ বছর ধরে আমাদের উৎসব ভাতা ২৫ শতাংশ। আমরা এসবের নিরশন চাই।