
চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এর সাথে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই ) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, জেলা আ’লীগের উপদেষ্টা আলহাজ্ব হজরত আলী মাষ্টার,ভাইস চেয়ারম্যান মোল্না বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. মাজেদুর রহমান, থানার ওসি হারুন অর রশীদ, আরডিও সেলিম রেজা, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, যুব উন্নয়ন অফিসার ফজলুল রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. জান্নাতিসহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । নবাগত ইউএনও মাহবুব হাসান তার বক্তব্যে বলেন, সরকারি অফিস হবে জনবান্ধন, কর্তা হবে সেবক। এলাকার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে সকলের সহযোগিতা চাই। দূর্গম চৌহালীকে সম্পদে পরিণত করে দেশকে এগিয়ে নিতে আমি সবাইকে পাশে চাই৷ পরে চৌহালী উপজেলা মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে মাসিক সভায় সভাপতিত্ব করেন, ফারুক হোসেন ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, নবাগত ইউএনও মাহবুব হাসান।





