সিরাজগঞ্জে দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে এবং ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা বাংলাদেশের সহযোগিতায় সোমবার (১১মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামে অবস্থিত আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ৫ টি ছাগল বিতরণ করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনজিও আরচেস এর নির্বাহী পরিচালক আবিদা সুলতানা।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলো প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মো. আলা-আমিন সেখ।
এসময় এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসাইন খান, আরচেস এর ডিইডি মো. আমিনুল ইসলাম, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফিল্ড ফ্যাসালিটর মো. মাসুদ রানা, আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থার সাধারণ সম্পাদক মো. আল আমিন সেখ, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান হোসেন, অর্থ সম্পাদক মোছা. হালিমা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. হাসি খাতুন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য মোছা. সুমাইয়া খাতুন, মো. সুমাইয়া খাতুন সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।