জাতীয়রাজনীতিসিরাজগঞ্জ

পৃথিবী থেকে চলে গেল চার খলিফার এক খলিফা নূরে আলম সিদ্দিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সত্তরের দশকের ছাত্রনেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ট পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি, মুক্তিযুদ্ধের প্রাক্কালে দেশবাসীর কাছে খ্যাত চার খলিফার এক খলিফা নূরে আলম সিদ্দিকী পৃথিবী ছেড়ে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মুক্তিযুদ্ধের প্রাক্কালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী,  সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ডাকসু ভিপি আ স ম আব্দুর রব,  ডাকসু’র সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ মাখন ছাত্রসমাজ তথা দেশবাসীর কাছে চার খলিফা হিসেবে  খ্যাত ছিলেন। ইতিপুর্বে এই চার খলিফার অন্যতম আব্দুল কুদ্দুছ মাখন, শাহজাহান সিরাজগঞ্জ মারা গেছেন। গতকাল পৃথিবী ছেড়ে চলে গেলেন নূরে আলম সিদ্দিকী। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয় বলে তার একান্ত সচিব অনিকেত রাজেশ জানান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন নূরে আলম সিদ্দিকী। তার ছেলে তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) সরকার দলীয় সংসদ সদস্য।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ যে চার ছাত্র নেতাকে সে সময় ‘চার খলিফা’ হিসেবে অভিহিত করা হত তাদের অন্যতম ছিলেন নূরে আলম সিদ্দিকী। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি। নূরে আলম সিদ্দিকীর জন্ম ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহে। বাঙালির স্বাধীনতার আন্দোলন যখন চূড়ান্ত পর্বে উপস্থিত, সেই সময় ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

নূরে আলম সিদ্দিকী ছিলেন মুজিববাহিনীর অন্যতম সংগঠক। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছিলেন। ৭৫ এর পটপরিবর্তনের পর তিনি আওয়ামী লীগ (মিজান-সিদ্দিকী) এর সাধারণ সম্পাদক ছিলেন।  ২০০১ সালের পর তিনি দলীয় সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান একসময়ের এই কিংবদন্তি ছাত্রনেতা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা নূরে আলম সিদ্দিকীর আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নূরে আলম সিদ্দিকীর মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝিনাইদহের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়ামে লাশবাহী গাড়িতে করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে জানাযা নামাজ শেষে নিয়ে আসা হয় ঢাকায়। বাদ আছর গুলশানের আজাদ মসজিদে আরেক দফা জানাজা করা হয়। সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে জানানো হবে রাষ্ট্রীয় সম্মান। পরে সাভারে নিজের তৈরি করা মসজিদের সর্বশেষ জানাজা শেষে সাভারেই দাফন করা হয় নূরে আলম সিদ্দিকীকে।

আওয়ামী লীগের শোক:

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ঝিনাইদেহ ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এক বিবৃতিতে তিনি নূরে আলম সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর সম্পাদক মো. আলাউদ্দিন খান ও নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন নুরে আলম সিদ্দিকীর মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেন এবং প্রয়াত এই রাজনীতিকে আত্মার শান্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button