ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় সংগ্রাম ও সাফল্যের ৭৫বছরের পদার্পনে সিরাজগঞ্জে জেলা ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু করে। এছাড়াও ছাত্রলীগের নেতা কর্মীরা এদিন কেক কেটে, আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
গতকাল বুধবার সকালে শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের জেলা সভাপতি আহসান হাবিব খোকা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান , সাধারণ সম্পাক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ- কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.মো. হাবিব মিল্লাত মুন্না এমপি, সাবেক যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক জেলা আ্ওয়ামী নেতা এহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সেলিম আহমেদ, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সাবেক যুবনেতা একরামুল হক, সাবেক সভাপতি রাশেদ ইউছুফ জুয়েল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন,সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহম্মেদ।
এসময় বক্তব্য তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নের ধারাকে বেগবাান করতে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ সব সময় কাজ করে যাচ্ছে। জেলা ছাত্রলীগ আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। বক্তারা আরও বলেন, ছাতলীগ দেশের ও রাষ্ট্রের প্রতি কোনরকম নাশকতা করতে দেবে না। এবং এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা প্রস্তুত এবং অটল থাকবে। পরে ছাত্রলীগের নেতাদের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালি শহর প্রদক্ষিন করে।