রায়গঞ্জ প্রতিনিধি: রায়গঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত, জামায়াত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত পরিবারের সন্তানদের নিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের পক্ষে লিখিত অভিযোগ করেন ধানগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাসিম সরকার। সম্মেলনে ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আ’লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে জানান, গত ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন শোভন সরকারকে বহিস্কার করা হয়। ঐ সময়ে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় মেয়াদ উর্ত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ বারবার কেন্দ্র ও জেলা ছাত্রলীগকে তাগিদ দিলেও গত ৩৯ মাস যাবত রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়নি। সম্মেলনে ত্যাগী, পরীক্ষিত ও শহীদ পরিবারের রক্তের মূল্যায়ন করে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানান ।
সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আবুল কালাম আজাদ, ফয়সাল আহম্মেদ ফরহাদ, সাব্বীর আহম্মেদ স্বাধীন, রাসেদ রায়হান জয় ও উপজেলা, ইউনিয়ন, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।