আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন হাসান (রকি) কে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. আরিফ হোসেন (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, নীলফামারী জেলা শাখা), মো. মনিরুল ইসলাম (সহসম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা), রবিন হাসান রকি (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বেলকুচি উপজেলা শাখা), রানা মন্ডল ( সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, তাড়াশ উপজেলা শাখা) ও সবুজ মালাকার (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, আমতলী উপজেলা শাখা)কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।
এ বিষয়ে বেলকুচির রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ জানান, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি গত কয়েক বছর আগে ছিল বেলকুচি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এ কমিটিতে থাকাবস্থায় হঠাৎ করে গত প্রায় ৩ বছর আগে স্থানীয় এমপির নির্দেশে উপজেলা ছাত্রলীগের কমিটিতে রকি সভাপতি হিসেবে স্থান পান। এ নিয়ে দলীয় মহলে নিন্দার ঝড় ওঠে। গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এরপর হতে পুরো উপজেলা জুড়ে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী নানা কর্মকাণ্ড পরিচালনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে নানা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি।
সর্বশেষ, গত ২১ মার্চ রাজাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আশরাফুল আলম মেম্বরকে মারধর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দকে মারধর ও তার স্ত্রী রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের উপর হামলা করে ইউনিয়ন পরিষদের আসবাবপত্র ভাংচুর করে তারা। এ নিয়ে রকিকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
সোনিয়া সবুর আকন্দ আরও জানান, রকির এসব দলীয় শৃঙ্খলা বিষয়ে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে কেন্দ্র তাকে বহিষ্কার করে। দল সঠিক সিদ্ধান্ত নেয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস কেন্দ্রীয় ছাত্রলীগের পদক্ষেপে এধরনের অন্যদের সতর্ক করতে ভুমিকা রাখবে।