সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ কলেজে ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্র লীগের কর্মসূচি অনুযায়ী হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসকতা মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ শিক্ষাজীবন বিঘ্রিত ও শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিবাদে ছাত্র সমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে কলেজ শাখার ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জীবন শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কে এম হোসেন আলী হাসান।

এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ ছাত্র লীগের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি অ্যাড. কে এম হোসেন আলী হাসান বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর একটি গ্রহণ যোগ্য নির্বাচন হবে। বাংলাদেশ আওয়ামী লীগের মাঠ পর্যায়ে মূল হাতিয়ার হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বিএনপি- জামাত যতই ষড়যন্ত্র করুক কনো লাভ হবে না। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীরা বিএনপির- জামাতের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে তরুণ প্রজন্মের ছেলে ও মেয়েরা নেতৃত্ব দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button