নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শিয়ালকোলে ব্যবসায়ীকে হামলা করে জখমের অভিযোগ উঠেছে। এসময় অভিযোগকারীসহ বেশ কয়েকজন জখম হয়। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সদর উপজেলার শিয়ালকোল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে স্মার্ট কম্পিউটারে এ ঘটনা ঘটেছে। আহত সবুজ সেখের অভিযোগ সূত্রে জানা যায় বাকি না দেয়ায় এহামলার ঘটনা ঘটেছে।
ব্যবসা প্রতিষ্ঠানে এসে একজন ব্যবসায়ীকে এমন নৃশংসভাবে হামলার ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি আমি এখনো জানতে পারি নাই। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।