উল্লাপাড়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে সিরাজগজঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ করছেন সলপ ইউনিয়নের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মো. শওকাত ওসমান।
সলপ, দূর্গানগর, লাহিরী মোহনপুর, বড়পাঙ্গা, কয়ড়া ইউনিয়নসহ বিভিন্ন হাট বাজার গুলোতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
ইঞ্জিনিয়ার শওকাত ওসমান আওয়ামী লীগ সরকারের সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সফলতার তুলে ধরার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করে নৌকা মার্কা প্রতিকে ভোট প্রার্থনা করেন।