উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসাহের মধ্যদিয়ে পরম পুরুষ মহা অবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮তম আর্বিভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ যৌথভাবে এই জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করে। জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
শুক্রবার দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী বলরাম জিউ মন্দির অঙ্গন থেকে ধর্মীয় শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার মন্দির অঙ্গনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঔক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী, সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ, সহ সভাপতি ভজন চৌধুরী, সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।