স্টাফ রিপোর্টার : ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা, চিত্রাঙ্গন ও গীতা পাঠ প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ( ২৬ আগষ্ট) রাত ৮ টায় কেন্দ্রীয় মহাপ্রভুর আখড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার অয়োাজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, প্রাণ গোবিন্দ্র চৌধুরী, সিরাজগঞ্জ পূজা উদযাপন শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাড. রনজিৎ কুমার মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হীরক গুন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, সহ সভাপতি বাবু বিজয় দত্ত অলক, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বিশিষ্ট গীতা পাঠক রতন চক্রবর্তী জেলা পূজা উদযাপন পরিষদের, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন স্যানাল, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সাহা, মানিক সাহা, দপ্তর সম্পাদক সুন্টু গুণ, মহিলা বিষয়ক সম্পাদক দুলালী রানী সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সদর থানার সভাপতি অশোক ব্যানাজি, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি সাহা, সাংস্কৃতিক সম্পাদক বিজয় প্রমুখ।
উল্লেখ্য, জেলা পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে রচনা, চিত্রাঙ্কন ও গীতাপাঠ প্রতিযোগিতায় ১০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এসময় সকল প্রতিযোগী ব্যক্তিদেরকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু।