আগামী ১৯ আগষ্ট ভগবান শ্রীকৃষের জন্মাষ্টমী। সিরাজগঞ্জে শ্রীকৃষের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শুক্রবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জের কেন্দ্রিয় মন্দির শ্রীশ্রী মহাপ্রভূর আখড়ায় এক প্রস্ততি সভার আয়োজন করা হয়। জেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে এবং সংগঠনের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস।
সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট রঞ্জিত মন্ডল স্বপন, অ্যাডভোকেট কল্যাণ সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সনজয় সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা প্রাণ গোবিন্দ চৌধুরী, মহাপ্রভূর আখড়া মন্দির কমিটির সভাপতি প্রদীপ বসাক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হীরক গুণ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহসভাপতি ডা. আনন্দ সাহা, সাংগঠনিক সম্পাদক দিলিপ গৌর, সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক ব্যানার্জী, কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস, তৃণমুল ঐক্যপরিষদ নেতা রতন গুপ্ত ও চঞ্চল সিং, হরিজন ঐক্যপরিষদ নেতা রতন বাসফোর, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা পরেশ চন্দ্র মাহাতো সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
সভায় শ্রী কৃষের জন্মাষ্টমী যথাযোগ্য মর্যদায় পালনের জন্য মত প্রকাশ করা হয়।
মন্তব্য করুন