জন্ম-মৃত্যু নিবন্ধন শাখা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে বুধবার, ১৫ ফেব্রুয়ারি, জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন ও বিধির উপর প্রয়োগ এবং বিডিরিজ সফটওয়ার ব্যবহার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্ম-মৃত্যু নিবন্ধন ও স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল( অতিরিক্ত সচিব) মো. রাশেদুল হাসান।
প্রশিক্ষণে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, বিশেষ অতিথি সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তোফাজ্জল হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার মো. মাসুম বিল্লাহ ও জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ।
প্রশিক্ষণ কর্মশালায় সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং তাদের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন ।