উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে রোববার দিনব্যাপী ব্যবসায়ীদের গুদাম থেকে জব্দ করা সয়াবিন তেল জনসাধারণের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করা হয়।
১৪ মে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত তেল ব্যবসায়ী অশোক সরকার ও স্বপন দত্তের গুদামে লুকিয়ে রাখা ২৮ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ কর হয়।
এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানিক দলে অংশ নেওয়া সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ব্যবসায়ীদেরকে এই জরিমানা করেন।
উপজেলা প্রশাসন গতকাল রোববার পরিষদ চত্বরে জনসাধারণের মধ্যে সরকারি মূল্য ১৬০ টাকা লিটার দরে জব্দ করা সয়াবিন তেল বিক্রি কর হয়। এসময় লোকজন লাইন ধরে দাঁড়িয়ে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে তেল ক্রয় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জানান, জব্দ করা সয়াবিন তেল বিক্রির জন্য সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি জনগনের মধ্যে সরকারি মূল্যে তেল বিক্রয় করবেন।
বিক্রিত সমূদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে উল্লেখ করেন ইউএনও ।
মন্তব্য করুন