নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে ৩ ফসলি জমি অধিগ্রহণ না করেই পুলিশ দিয়ে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ৪০০ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণ করায় এবং হয়রানীর প্রতিবাদ ও জমি অধিগ্রহণ করে জমির ন্যায্য মুল্য পরিশোধ এবং ফসলের ক্ষতিপূরণের দাবীতে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশের বিরুদ্ধে মানব বন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ।
গত সোমবার (১০ এপ্রিল) ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে সদর উপজেলার সয়দাবাদ কালিয়াহরিপুর, বহুলী ও শিয়ালকোল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, জমির মালিক মো. আক্তার হোসেন, মো. আব্দুর রহমান মোঃ আশরাফুল ইসলাম মো. মামুন শেখ আতিকুর রহমান ও ফিরোজ শেখ সহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, মানব বন্ধনে জমির মালিকগণ অভিযোগ করেন জমিও অধিগ্রহণ আইন অমান্য করে জোর পূর্বক তাদের জমির মধ্যে টাওয়ার নির্মাণ করছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হলেও তারা কাজ অব্যাহত রাখায় তারা মানব বন্ধন কর্মসূচি পালন করছে। কাজ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দেন বক্তারা।
মানব বন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিএ মো. ইব্রাহীম হোসেন।