সভাপতি আকবর আলী হিরা, সাধারণ সম্পাদক ফজলুল হক
৬৮টি হাজার গ্রাম বাচলে বাচবে বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আধুনিক প্রক্রিয়ায় দলকে সুসংগঠিত করে, দলের পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় মনোনয়ন প্রত্যাশি সনাক্ত করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেলে ৮ মে বেলকুচি চালা বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন যমুনা কিচেন অ্যান্ড ক্যাফে বেলকুচি উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব সেখ মো. ফজলুল হকের সঞ্চালনায়, বেলকুচি উপজেলা সাবেক জাতীয় পার্টির আহ্বায়ক আকবর আলী হিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টিও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, জেলা প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল লতিফ, সিরাজগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আব্দুল জলিল, সিরাজগঞ্জ জেলা যুব সংহতির সদস্য সচিব অ্যাডভোকেট মুজাহিদ বিন রহমান। পরে উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের মতামত নিয়ে সিলেকশনের মাধ্যমে আকবর আলী হিরাকে সভাপতি ও সেখ মো. ফজলুল হককে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।