সদরসিরাজগঞ্জ

জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির আগামী সম্মেলন -২০২৩ সফল করার লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার, ৮ জুন বিকেলে এস. এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স কনফারেন্স রুমে সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝন্টু’র এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি সিরাজগঞ্জ আহ্বায়ক কমিটি সদস্য এ্যাড. দেলোয়ার হোসেন, সদস্য সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সদস্য এস. এম আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো: সাইদুল ইসলাম, সদস্য এ্যাড. মিঠুন, সদস্য মো: রফিকুল ইসলাম, সদস্য মো: হাকিম হোসেন, সদস্য মো: মাহমুদুর রহমান ফারুক, মো: হাফিজুর ইসলাম, সদস্য,গজেন্দ্রনাথ মন্ডল সহ জেলার বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও যুবসংহতি সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. আব্দুল জলিল।

এসময় জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম ঝন্টু বলেন, জিএম কাদেরের নেতৃত্বে গণতন্ত্রের চর্চা ও বাংলাদেশের উন্নয়ন করতে চায় জাতীয় পার্টি। সিরাজগঞ্জে আগামী ২৯ জুলাই জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২৩ সফল করার লক্ষ্যে সবাই কে এক সাথে কাজ করতে হবে। আমরা নেতাকর্মীরা এক সাথে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জের জাতীয় পার্টিকে শক্তিশালী করতে এই ধরনের প্রস্তুতি সভা। জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব নেতৃত্বে একটি শক্তিশালী দল হিসেবে সিরাজগঞ্জের জাতীয় পার্টির মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button