কামারখন্দসদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জান্নাত আরা হেনরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৩ সিরাজগঞ্জ -২ (সদর ও কামারখন্দ) আসনে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন ড. জান্নাত আরা তালুকদার হেনরী। গত রোববার বিকেলে দলের পক্ষ থেকে চুড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় সিরাজগঞ্জ-২ আসনে প্রয়াত জননেতা মোতাহার হোসেন তালুকদার এর কনিষ্ট পুত্রবধু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আর তালুকদার হেনরীর নাম ঘোষণা করেন। দলের মনোনয়ন লাভের পর গতকাল মঙ্গলবার জান্নাত আর হেনরী সিরাজগঞ্জ আসেন। এসময় তাকে ফুলে ফুলে বরণ করে নেয় আওয়ামী লীগের নেতা ও কর্মীরা।

মঙ্গলবার, ২৮ নভেম্বর, সকালে সড়ক পথে ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর এলাকায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাক শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এরপর নেতা কর্মীরা  আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত নেত্রীসহ বাদ্যবাজনাসহ গাড়িবহর নিয়ে শহরে প্রবেশ করে নেতৃকর্মীরা। হেনরীকে বহনকারী গাড়ী বহর এসময় সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী কার্যালয়ে জান্নাত আরা হেনরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মাল্যদান ও জাতীয় চার নেতরা প্রতিকৃতিদে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের  সহ সভাপতি অ্যাড. বিমল কুমার দাস, সভাপতি আবু ইউছুফ সুর্য ও অন্যান্য জেলা নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তিনি জেলা আওয়ামী কার্যালয়ে জান্নাত আর হেনরী নেতা ও কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে একযোগে কাজ করার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন ‘এই বিজয় আমার একার না। এই বিজয় সবার। কাজেই সকলে মিলে নৌকার পক্ষে কাজ করে আগামী ৭ জানুয়ারি নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button