কামারখন্দসিরাজগঞ্জ

মাধ্যমিকে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক রেজওয়ানুল হক

জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কৃষি) মো. রেজওয়ানুল হক ২০২৪ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হওয়ার পর এবার সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই সফলতায় বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ ও উপজেলার সকল শিক্ষানুরাগীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৭ মে) সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৫মে উপজেলার সকল শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকদের মধ্যে যাচাই বাছাই করে এই ফলাফল প্রকাশ করা হয়।

জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো. রেজওয়ানুল হক বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন আমার প্রতিষ্ঠান প্রধান, সহকর্মীর ও শিক্ষার্থীদের ভালোবাসার। এই কৃতিত্ব ধরে রাখতে আমি সর্বদা চেষ্টা করবো। আমাকে উপজেলার পর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি সামনের দিনগুলোতে এই সফলতা আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে। জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, মো. রেজওয়ানুল হকের জন্য রইলো শুভ কামনা। আশা করছি তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হবেন। তাহলে আমাদের আরো ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button