স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সুলতান মাহমুদকে বাদি এবং বিবাদি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক ফজলে খোদা মো. নাজির । এরআগে আলহাজ সুলতান মাহমুদ সিরাজগঞ্জ বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে (জেলা ও দায়রা জজ) আত্নসমর্পন করে।
এব্যাপারে দুর্নীতি দমন কমিশনে পিপি অ্যাড. সুকুমার চন্দ্র দাস জানান, উল্লেখিত জালালপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের প্রায় ৩০ লাখ ১৫ হাজার টাকা একই ইউনিয়নের অপর আসামি ৪,৫,৬ সংরক্ষিত মহিলা আসনের সদস্য সালেহা বেগম ও চাকুরিচ্যুত জালালপুর ইউনিয়ন পরিষদের সচিব এ এস এম জিয়াউল করিম সঙ্গে যোগসাজসে এ অর্থ আত্নসাৎ করেন।
এব্যাপারে দুর্নীতি দমন কমিশন মামলার তদন্ত শেষে অভিয়োগ পত্র দাখিল করেন। আত্নসমর্পনকারী ২ নভেম্বর, বুধবার আসামির জামিন চেয়ে আদালতে শুনানি করেন অ্যাড.বিমল কুমার দাস, অ্যাড. আব্দুল হামিদ, অ্যাড. সেলিম আহম্মেদ, অ্যাড. তৈহিদুল রহমান, অ্যাড. জাহাঙ্গির আলম। অপরদিকে দুর্নীতি কমিশনের পিপি বিজ্ঞ আইনজীবী অ্যাড. সুকুমার চন্দ্র দাস মামলাটি শুনানি করেন।
উল্লেখ্য, জালালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সালেহা বেগম কিছুদিন পূর্বে আদালতে জামিন চেয়ে আবেদন করলে জামিন না মঞ্জুর করে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠিয়ে দেন।