চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে জাটকা সংরক্ষণ সময়ে অভিযান পরিচালনা করে ৭ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ১৫টি চায়না দুয়ারি ও ১টি বেড়জাল জব্দ করা হয়।
গত রোববার (২ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে জোতপাড়া নৌকাঘাটে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারি শফিকুল ইসলাম শফি, চৌহালী নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইন-চার্জ মো. ফারুক, এস. আই. মো. শামছুল, সঙ্গীয় ফোর্স ও মৎস্য অফিসের কর্মচারীগণ।