সিরাজগঞ্জ জেলা জাসদের উদ্যোগে সিপাহি জনতার গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। গত মঙ্গলবার ৭ নভেম্বর দিবসটি উপলক্ষে জেলা জাসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি বিমল কুমার সুত্রধর, জেলা জাসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল, জেলা জাসদের সহ সভাপতি প্রান গোবিন্দ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার চন্দ্র দাস, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম শাহীন।