নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বাজার সিন্ডিকেট এর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ ও রমযানে বাজার মনিটরিংয়ের দাবিতে সিরাজগঞ্জে জেলা জাসদ এর মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত সোমবার ও বুধবার শহরের মতি সাহেবের ঘাট ও চান্দালীর মোড়ে জেলা জাসদের মানবন্ধনে বক্তব্য রাখেন জাসদ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক আবু বকর ভুইয়া, জেলা জাসদ এর সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ মজুমদার লিটন. শ্রমিক জোট এর সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন প্রমুখ।
মানববন্ধনে জাসদের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।