চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে ভাসমান জুয়া খেলার আসর থেকে ১৫ জন জুয়ারীকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চৌহালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন। চৌহালী থানার পুলিশ উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরের যমুনা নদীতে নৌকায় ভাসমান জুয়ার আসর থেকে ওই ১৫ জন জুয়ারীকে আটক করেন।
আটককৃতদের মধ্যে ৩ জন চৌহালী উপজেলার, ১ জন মমিনসিংহ ও বাকিরা টাংগাইলের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের কাছ থেকে জুয়া খেলার ছয়টি গুটি, কোর্ট, নগদ সারে ১০ হাজার টাকা, ৯ লিটার চোলাই মদ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জন জুয়ারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়ছে।