কামারখন্দসিরাজগঞ্জ

এনডিপি জেন্ডার এন্ড রাইটস্ কর্মসূচির বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নিজস্ব অর্থায়নে পরিচালিত জেন্ডার এন্ড রাইটস্ কর্মসূচির বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি সোমবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে অবস্থিত মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস.এম শহীদুল্লাহ সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র পরিচালক মোহা. শাহ্ আজাদ ইকবাল, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী, অধ্যক্ষ (অব:) মো. মোকতাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান। অনুষ্ঠানে বক্তাগণ বাল্যবিবাহের পাশাপাশি মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় তুলে ধরে আলোচনা করেন। আলোচনা পরবর্তীতে বাল্যবিবাহের কুফল নিয়ে নির্মিত একটি নাটিকা উপস্থাপন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে এনডিপি’র ব্যবস্থাপক (প্রশিক্ষণ) মো. সাখাওয়াত হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহকারী ম্যানেজার (আরএন্ডডি) মো. জানাফার ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button