সিরাজগঞ্জ

জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহিদ এম মনসুর আলীর জন্মবার্ষিকী পালন

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ এম মনসুর আলী’র ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

গত সোমবার, ১৬ জানুয়ারি, সন্ধায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জন্মবার্ষিকী সভায় সভাপতিত্বক করেন জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুস সামাদ তালুকদারের আহবানে জন্মবার্ষিকী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬৩ম সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, বদরুল আলম।  পিয়ার আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাকিম ,সাধারণ সম্পাদক নরুল ইসলাম সজল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রমুখ।

বক্তাগণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা ছিলেন শহিদ এম মনসুর আলী ছিলেন সৎ, বিনয়ী ও আর্দশবান নেতা ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শকে লালন করে আমৃত্য দেশ ও জননেগর সেবা রাজনীতি করেছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক আহসান হাবিব এহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button