সিরাজগঞ্জ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিরাজগঞ্জে জেলা আ. লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি লাভ করে তার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ফিরে আসেন।

গতকাল বুধবার, ১০ জানুয়ারি, বিকেল ৪ টায়  জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন ফারুক, সাবেক মানবসম্পদ সম্পাদক পিয়ার চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা আসাদ উদ্দীন পবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ।

এসময়ে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক আহসান হাবিব এহসান ।  এসময়ে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে স্বাধীনতাকামী বাঙালি জাতির ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর আক্রমণ শুরুর পরই ধানমন্ডিবাড়ি থেকে গ্রেফতার হন বঙ্গবন্ধু। বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন। বাঙালিদের চুড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। পাকিস্তানের কারগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর আগে আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির পিতা প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button