স্টাফ রিপোর্টার : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী, বর্তমান প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল লতিফ বিশ্বাস। দলীয় মনোনীত প্রার্থী হিসেবে গতকাল তিনি চেয়ারম্যান পদের ফরম উত্তোলন করেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয। এসময় দলীয় নেতাকর্মীরা নৌকার সমর্থিত প্রার্থীকে মিষ্টিমুখ করান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. কে এম হোসেন আলী হাসান। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য,সহসভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান বীর মুক্তিযোদ্ধা এসাহাক আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী সেখ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন,বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক বদরুল আলম,সদর থানা আওয়ামী লীগে সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম।
এসময় লতিফ বিশ্বাস বলেন, ‘আমি প্রথমে সন্মান করি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যার ডাকে যুদ্ধ করে ছিলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাকে জেলা পরিষদের নৌকার সমর্থতিত প্রাথী করে আমাকে উন্নয়নের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ এসময় তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কেও ধন্যবাদ জানান।