স্টাফ রিপোর্টার : আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হক।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের নিয়ে সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজাল হকের নিকট মনোনয়নপত্র জমা দেন মো. একরামুল হক।
এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সবুর শেখ, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান মো. সেলিম শেখ, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় এক প্রতিক্রিয়ায় মো. একরামুল হক সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। দলের দুঃসময়ে রাজপথে থেকেছি, আন্দোলন সংগ্রাম করেছি। নেতাকর্মীদের আপদে-বিপদে ঝাপিয়ে পড়েছি। কখনো আদর্শের কাছে মাথা নত করিনি। দলের স্বার্থে দেশের স্বার্থে নিজেকে সবসময়ই নিয়োজিত করে রেখেছি। আশা করি আমার অতীত কর্মকান্ডে দল ও স্থানীয় সরকারের প্রতিনিধিত্বকারীরা আমাকে মূল্যায়ন করবেন এবং বিপুল ভোটে জয়ী করবেন বলে আমি আশাবাদী।